নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১ আগস্ট ২০১৭ শুক্রবার, ০৭:৪২ এএম
বন, ১১ আগস্ট (ডয়েচেনিউজ টোয়েন্টিফোর ডটডিই/ডিপিএ)-কাবুলে হামলার পর আফগান শরণার্থীদের স্বদেশে ফেরত পাঠানো সীমিত করার নীতি অনুসরণ করছে জার্মানি।
আফগানিস্তানে একের পর এক হামলা এবং দেশের নিরাপত্তা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলার মত বিদ্রোহী তৎপরতার কারণে জার্মানি এ পদক্ষেপ নিয়েছে।
বার্লিনের পররাষ্ট্র কার্যালয়ের মুখপাত্র বুধবার বলেছেন, আফগান নাগরিকরা যারা অপরাধ করেছে কিংবা জার্মান কর্তৃপক্ষ যাদেরকে সন্ত্রাসের হুমকি বলে সন্দেহ করছে তাদেরকে স্বদেশে ফেরত পাঠানো অব্যাহত থাকবে।
তছাড়া পরিচয় যাচাইয়ে সহযোগিতা করতেও যারা অস্বীকৃতি জানাচ্ছে তাদেরকেও কর্তৃপক্ষ ফেরত পাঠাচ্ছে। তবে, অন্যান্য আফগান শরণার্থী ফেরত পাঠানো বন্ধ রাখা হয়েছে কাবুলে বোমা হামলার কারণে।
মে মাসে কাবুলে বোমা হামলায় প্রায় ১৫০ জন নিহত হয় এবং জার্মান দূাতাবাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি খারাপ হওয়ার কারণে সেখানে আফগানদের ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে জার্মানিতে সমলোচনা করেছে বিরোধী দলগুলোসহ মানবাধিকার গ্রুপগুলো।
ডয়েচেনিউজ টোয়েন্টিফোর ডটডিই/এমএম