স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৬ শনিবার, ০২:৪৭ পিএম
বন, ডিসেম্বর ৩১ (ডয়েচেনিউজ টোয়েন্টিফোর ডটডিই) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৪ সালের আগস্টে সর্বশেষ হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। মুশফিকের ক্যারবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ হেরেছিল ৩-০ ব্যবধানে। এরপর মাশরাফির নেতৃত্বে ৭টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ, যার ৬টিতেই জয়ী লাল-সবুজের জার্সিধারীরা। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারলেও (২-১) হোয়াইটওয়াশ হয়নি টাইগাররা।
তবে এবার নিউজিল্যান্ড সফরে এসে নিজের অধিনায়কত্বে প্রথম আর দীর্ঘ ২৮ মাস পর হোয়াইটওয়াশ বাংলাদেশ। দায়িত্ববোধহীন ব্যাটিং এবং ফিল্ডিংয়ের কারণে প্রথম ম্যাচে ক্রাইস্টচার্চে ৭৭ রানে পরাজয়। দ্বিতীয় ম্যাচে ৬৭ রানে, আর আজ ৮ উইকেটে হেরে ৩-০তে সিরিজ খুইয়েছে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলটি।
শনিবার নেলসনের সেক্সটন ওভাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের দায়িত্বশীল ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় টাইগাররা। ১০২ রানের দারুণ এক জুটি গড়ে আউট হন ইমরুল।
ক্যারিয়ারের ৩৪তম হাফসেঞ্চুরি তুলে দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন তামিম। ৮৮ বল মোকাবেলা করে ৫টি চারের সাহায্যে এ রান করেন তিনি। ৬২ বলে ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৪ রান করেন ইমরুল।
দারুণ শুরুর পর বাকিদের ব্যর্থতায় বাংলাদেশ সংগ্রহ করে ২৩৬ রান।
২৩৭ রানের জবাবে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। মোস্তাফিজ নিজের প্রথম ওভারেই ল্যাথামকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান এই বিস্ময় বালক। এরপর দলীয় ১৬ রানে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন গাপটিল।
শূন্য রানে জীবন পাওয়া নিল ব্রুমের সঙ্গে ১৭৯ রানের জুটিতে নিউজিল্যান্ডকে জয়ের পথে নিয়ে যান কিউই অধিনায়ক উইলিয়ামসন।
ডয়েচেনিউজ টোয়েন্টিফোর ডটডিই/এমএম/