নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৬ শনিবার, ০৭:১৮ এএম
বন, ডিসেম্বর ২৪ (ডয়েচেনিউজ টোয়েন্টিফোর ডটডিই) -- পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ান রোনালদো যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় শিশুদের প্রকৃত নায়ক বলে অভিহিত করেছেন।
খিস্ট্র ধর্মাবলম্বীদের বড়দিনকে সামনে রেখে এক ভিডিও বার্তায় রোনালদো বলেন, আমরা জানি সিরিয়ায় কি হচ্ছে। কিন্তু তোমরা আশা ছেড়ো না। আমরা সবাই তোমাদের সঙ্গেই আছি। আমি বিখ্যাত খেলোয়ার হতে পারি কিন্তু তোমরাই সত্যিকারের নায়ক।
২০১১ সাল থেকেই সিরিয়ায় গৃহযুদ্ধ চলে আসছে। সম্প্রতি আলেপ্পো দখলকে কেন্দ্র করে সেখানে সাধারণ নাগরিকদের লক্ষ্য ও হত্যার করার অভিযোগ উঠেছে যুদ্ধরত আসাদপন্থী সিরিয়ার সেনাবাহিনী, সন্ত্রাসী বাহিনী ইসলামিক স্টেট ও আসাদবিরোধীদের বিরুদ্ধে।
সদ্য ব্যালন ডি অর জয়ী সেভ দ্যা চিল্ড্রেনের দুত এ ফুটবলার বলেন, সারাবিশ্বই তোমাদের সঙ্গে আছে। আমি তোমাদের সঙ্গে আছি। সবাই তোমাদের সঙ্গে আছে।
গ্লোবাল চিল্ড্রেনস চ্যারিটির পরিচালক নিক ফিনি বলেন, রোনালদোর অনুদান সিরিয়ার শিশুদের জীবন বদলাতে সহায়তা করবে।
তিনি বলেন রোনালদো শুধু একজন বিখ্যাত খেলোয়ারই নন। তিনি সারা বিশ্বের অনেক শিশুর আশার প্রতীকে পরিনত হয়েছেন।
/এমআরএফ/